গ্লাভস হাতে নতুন ভূমিকায় শান্ত - বাংলা হাদিস

গ্লাভস হাতে নতুন ভূমিকায় শান্ত

বরিশালের উইকেটের পেছনে ৯৯ নাম্বার জার্সি পড়া কে এই ক্রিকেটার? হ্যাঁ, তাকে যেন চেনার উপায় নেই। মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের উইকেট কিপারের ভূমিকায় দেখা গেছে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। কিপারকে জায়গা দিতে আগের ম্যাচে একাদশ থেকেই বাদ পড়েছিলেন তিনি। আর এবার তিনি ফিরলেন উইকেট কিপার হয়েই!

একাদশের তালিকায় শান্ত’র নামের পাশে লেখা উইকেট কিপার। তখনও হয়তো বিশ্বাস হচ্ছিল না, শান্ত কী আসলেই কিপিং করবেন! ম্যাচ শুরুর পর আসলেই শান্তকে দেখা গেলো উইকেটের পেছনে। হাতে কিপিং গ্লাভস, পায়ে প্যাড পড়ে বেশ ভালোই কিপিং করছিলেন শান্ত।

 

আরও পড়ুন: আফগানিস্তানকে বয়কটের ডাক প্রত্যাখ্যান করলো ইংল্যান্ড ক্রিকেট

 
শান্তকে সবাই চেনে একজন ব্যাটসম্যান হিসেবেই। মাঝেমধ্যে তাকে বোলিং করতেও দেখা যায়। এবার তাকে দেখা গেলো কিপারের ভূমিকায়। ব্যাটিং-বোলিং-কিপিং সব জায়গাতেই পুরো পারফেক্ট নাজমুল হোসেন শান্ত। তিনিই তো আসল অলরাউন্ডার। 
 
তবে শান্ত’র কিপিং করার কারণ আনুষ্ঠানিকভাবে দল থেকে এখনও বলা হয়নি। তবে সেই কারণ বুঝে নিতে সমস্যা হওয়ার কথাও নয়। ঢাকা পর্বের শেষ ম্যাচে চোট পাওয়া মুশফিকুর রহিম সিলেট পর্বের প্রথম ম্যাচে কিপিং করতে পারেননি। একাদশে ছিলেন তিনি শুধু ব্যাটসম্যান হিসেবে। ওই ম্যাচের একাদশে রাখা হয় কিপার প্রিতম কুমারকে। একজন কিপারকে জায়গা দিতে সেদিন একাদশের বাইরে থাকতে হয় শান্তকে। 
 

আরও পড়ুন:যুক্তরাষ্ট্র থেকে ৭৫২ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

 

দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে ব্যাটিংয়ে ওপেন করেও সুযোগ কাজে লাগাতে পারেননি প্রিতম। এই ম্যাচ তাই ব্যাটসম্যান শান্তকে ফিরে পাওয়ার কৌশলে তাকে কিপারও বানিয়ে দেওয়া হয়। 
 
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিপার হিসেবে কোনো ম্যাচ তিনি শুরু করেননি। অনূর্ধ্ব-১৯ দলেও দেশের হয়ে সাদা বা লাল বলের কোনো ম্যাচে কিপার হিসেবে খেলেননি তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের ১৬৯ ম্যাচেও এই অভিজ্ঞতা তার ছিল না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *