চবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের - বাংলা হাদিস

চবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

২৪ ঘণ্টার মধ্যে পোষ্য কোটা বাতিল না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন তারা।

 

এ সময় তারা ‘পোষ্য কোটার ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘তরুয়া-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে’ এমন স্লোগান দেন।
 
পোষ্য কোটা বাতিলের জন্য বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন চবির শিক্ষার্থীরা। গতকাল প্রশাসনের শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় পোষ্য কোটা ৩ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করে প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানাচ্ছেন। পাশাপাশি জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
 

আরও পড়ুন: ৪৮ বলে ৮৬ রান করে তামিম বললেন বাউন্ডারি বড় করতে

 
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেফিন বলেন, ‘শিক্ষকদের সন্তানদের মেধা কম থাকলে তারা প্রাইভেটে পড়াক। জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোটা থাকাই অযৌক্তিক। এরপরেও পোষ্য কোটা পুনর্বহাল রাখা শহীদদের রক্তের সাথে বেঈমানি।’
 
আইন বিভাগের শিক্ষার্থী শাহাদাত হাসান সুপ্ত বলেন, ‘এতদিন হয়ে গেছে কিন্তু আমাদের প্রশাসন এখনও কোনো হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। তাদের কি একটুও মায়া হয় না! তারা পোষ্য কোটাও বাতিল করেনি। পোষ্য কোটা আসলে কার দরকার! শিক্ষকদের নাকি রাজমিস্ত্রীর সন্তানের! পোষ্য কোটা একটি প্রহসনের নাম।’
 
প্রসঙ্গত, সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় তরুয়া হত্যায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সাজ্জাদ হোসেনকে প্রশাসনের মাধ্যমে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। অভিযুক্ত সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *