রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা - বাংলা হাদিস

রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা

রানবন্যার বিপিএলে রান পেল না ঢাকা ক্যাপিটালস। দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্সের বোলিং তোপে দাঁড়াতেই পারল না ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে গেছে ঢাকা ক্যাপিটালস।


চার ম্যাচ খেলে চারটিতেই জয় পাওয়া রংপুর রাইডার্স এদিন টস জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠায়। হ্যাটট্রিক হারে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা ঢাকার শুরুটা একদম মন্দ হয়নি। লিটনের বদলে এদিন ওপেন করতে নামেন হাবিবুর রহমান সোহান। তার সঙ্গী গতকালই যোগ দেয়া জেসন রয়। এই জুটি ৩ ওভারে ২৮ রান তোলে। ১২ বলে ১৪ রান করে সোহান আকিফ জাভেদের বলে বোল্ড হন।


ভালোই খেলছিলেন জেসন রয়। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ঢাকার এই ইংলিশ রিক্রুটকে ফেরান শেখ মেহেদী। ১২ বলে ১৮ রান করে তিনিও বোল্ড হন। ঢাকার সংগ্রহ তখন ৬ ওভারে ৫৪ রান। ওয়ান ডাউনে নামা তানজিদ তামিমও ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু ১৬ বলে ২০ রান করে তিনিও বিদায় নেন। আর সেই সঙ্গে মড়ক লাগে ঢাকার ইনিংসে।


দলীয় ৭০ রানে সাব্বির রহমানকে (২) ফেরান খুশদিল, পরের বলে থিসারা পেরেরাকেও শিকার করেন তিনি।

ওপেনিং ছেড়ে চার নম্বরে নেমেও বাজে ফর্মকে পাশ কাটাতে পারেননি লিটন দাস। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার শিকারে পরিণত হন তিনি। ঢাকার স্কোরকার্ডে তখন ৭৪ রানে ৫ উইকেট।

মোসাদ্দেক ও আলাউদ্দিন বাবু বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন বটে। কিন্তু দলীয় ৯৭ রানে মোসাদ্দেক (১২) এবং ৯৮ রানে (০) আমির হামজা বিদায় নেন। ১০৫ রানে আলাউদ্দিন বাবুকে (১৬) নাহিদ রানা এবং ১১১ রানে মুস্তাফিজুর রহমানকে (১) আকিফ জাভেদ ফেরালে অলআউট হয় ঢাকা।

নাহিদ রানা ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেন। কুশদিল শাহ ও আকিফ জাভেদ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী, ইফতিখার এবং কামরুল একটি করে উইকেট শিকার করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *