লক্ষ্মীপুরে বাড়ির সামনের দেয়ালে লিখনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হত্যার হুমকি দেয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সদর উপজেলার টুমচর ইউনিয়নের শিমুলতলী বাজার গিয়ে দেখা যায়, দোকানের দেয়ালে লেখা ‘সমন্বয়ক মৃত্যু, প্রস্তুত হও।’
জানা যায়, ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হামজা ও লক্ষ্মীপুরের সমন্বয়ক মো. পারভেজের বাড়ি।
এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও এলাকার মানুষের মাঝে উদ্বেগ বিরাজ করছে। এছাড়া বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা, হাসিনা আসবে, মুজিববাদ’ এমন লেখায় ছেয়ে গেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামেও লেখা দেখা যাচ্ছে।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক বায়েজিদ হোসেনের গ্রামের বাড়িতে রাতের আঁধারে মোটরসাইকেলে মহড়া দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্র প্রতিনিধি পারভেজ বলেন, ‘দুদিন আগে রাতের আঁধারে আমাদের এলাকাজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন দেয়াল লিখন করেছে। এরমধ্যে এক জায়গায় আমাদের হত্যার হুমকি দেয়া হয়। এরপর থেকে আমরা শঙ্কায় আছি।’
সমন্বয়ক বায়েজিদ হোসেন বলেন, ‘গত দুদিন আমি বাড়িতে ছিলাম না। রাতের আঁধারে কারা নাকি বাড়ির সামনে এসে ঘুরে যায়। গতকাল রাতে একটি মোটরসাইকেলে করে তিনজন আমার ঘরের সামনে আসে। আমি বের হতেই তারা পালিয়ে যায়।’
উভয় ঘটনায় থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানান তারা।
ছাত্র সমন্বয়ক আরমান হোসেন বলেন, ‘দুটি ঘটনাই আমাদের জন্য হুমকি স্বরূপ। আগেও বিভিন্ন মাধ্যমে আমাদের ছাত্র প্রতিনিধিদের হুমকি ধমকি দেয়া হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গোপনে কিছু দেয়াল লিখন হয়েছে। আমাদের টিম কাজ করছে। যারা এগুলো লিখেছে তদন্ত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’