নবীজীর মেজবান |

হযরত আবু আইয়ুব আনসারী রা. এমন একজন সৌভাগ্যবান সাহাবী যার নামের সঙ্গে জড়িয়ে আছে নবী প্রেমের জীবন্ত ইতিহাস। মুসলমানদের মাঝে কে এমন আছে যে আবু আইয়ুব আনসারীকে চেনে না? আল্লাহ তাআলা মুসলমানদের মাঝে তার ঘরকে নির্বাচন করেছিলেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবস্থানস্থল হিসেবে। তার আসল নাম খালেদ ইবনে যায়েদ ইবনে কুলাইব। তিনি বনু নাজ্জার বংশোদ্ভুত। তার উপনাম আবু আইয়ুব। মদীনার আনসারদের একজন হওয়ার কারণে তাকে আনসারী বলা হয়। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদীনায় পৌছলেন তখন মদীনার অধিবাসীরা তাঁকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করলেন। নবীজীকে কাছে পেয়ে তাদের হৃদয়ে যেন আনন্দের জোয়ার বয়ে গেল। তারা তাদের গৃহের দরজা খুলে দিলেন যেন নবীজী তাতে সম্মানের সাথে অবস্থান গ্রহণ করেন।

নবি কোন জায়গায় দিন কাটালো কিন্তু নবীজী মদীনার উপকণ্ঠে অবস্থিত কুবা নামক স্থানে চার দিন কাটালেন। সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। তারপর তার উষ্ট্রীতে চড়ে সেখান থেকে রওয়ানা হলেন। মদীনার শীর্ষস্থানীয় ব্যক্তিগণ রাসূলের আগমন-পথে দাঁড়িয়ে গেলেন। প্রত্যেকের মনে একই বাসনা যে, তার ঘরে আল্লাহর রাসূলের মেহমানদারীর মর্যাদা সে অর্জন করবে। একের পর এক সরদার উষ্ট্রীর গতিরোধ করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল! সঙ্গী-সাথীদের নিয়ে শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতিতে আমাদের নিকট অবস্থান করুন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের বললেন, উষ্ট্রীকে আপন গতিতে চলতে দাও। কেননা সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত। উষ্ট্রীটি তার গন্তব্য পথে চলতে লাগল। কোনো বাড়ি অতিক্রম করলে সে বাড়ির বাসি ন্দারা বিষণ্ণ হয়ে পড়ে। আর পার্শ্ববতীদের অন্তরে আশার আলো প্রজ্জ্বলিত হয়। এমনিভাবে উষ্ট্রীটি চলছে। আর লোকেরা তার পিছু পিছু আসছে। সবাই সেই ভাগ্যবান ব্যক্তিকে দেখতে অধীর, যার ঘরে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন

অবশেষে কি হলো অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে উষ্ট্রীটি হযরত আবু আইয়ুব আনসারী রা.-এর বাড়ির সামনে একটি খালি জায়গায় দাঁড়াল এবং তারপর বসে পড়ল। নবীজীর আগমনে হযরত আবু আইয়ুব আনসারী রা.-এর অন্তর আনন্দে ভরে গেল। তিনি ছুটে এসে অত্যন্ত আনন্দের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। দু’হাতে তার আসবাবপত্র তুলে নিলেন। যেন তিনি দুনিয়ার সমুদয় সম্পদ তুলে নিলেন। হযরত আবু আইয়ুব আনসারী রা.-এর বাড়িটি দোতলা। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য তিনি দ্বিতীয় তলাটি খালি করে দিলেন। কিন্তু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ তলাকে প্রাধান্য দিলেন। আবু আইয়ুব আনসারী তা অম্লান বদনে মেনে নিলেন এবং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পছন্দনীয় স্থানেই থাকার ব্যবস্থা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *