ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক আজ রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
রাত ৮ টা ৪০ মিনিটে শুরু হয়ে পৌনে ১১ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই বৈঠক চলে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার প্রাক্কালে দলের স্থায়ী কমিটির এ বৈঠক আহ্বান করা হয়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দূষিত শহর হ্যানয়, ঢাকার বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’