মাওলানা আশিকুর রহমান ফাজেল আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা আজকে খ্রিষ্টান যাদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন যদি শুয়ে এর ভিতর দিয়ে হাতি যাওয়া সম্ভব হয়। তাহলে বিধর্মী তারা ও জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ পাক যাদেরকে কোরআনের মধ্যে এতো ধিক্কার দিয়ে কথা বললেন। আজকের সেই সমস্ত খ্রিস্টান জাতির দিকে তাকিয়ে দেখুন হে মুসলমান। তারা নিজেদের ধর্ম প্রচারের জন্য। তারা নিজেদের দিনকে প্রচার করে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করতেছেন। লক্ষ কোটি টাকা খরচ করতেছেন যার বিনিময়ে। আল্লাহ পাকের কাছে পরকালে জান্নাত তো দূরের কথা। তাদের জন্য যেই জাহান্নাম লিখে রেখেছেন তার থেকেও কঠিন আজাব তৈরি করবেন।
তারা তাদের ধর্মকে প্রচার করার জন্য তারা যতো কষ্ট সহ্য করতেছে।তারা চায় পুরা পৃথিবীর মানুষ কে খ্রিষ্টান বানাবে। তারা বাংলাদেশের রাঙ্গামাটি খাগড়াছড়ি পার্বতীপুর চট্টগ্রাম যতোগুলো জেলা আছে হে মুসলমান জাতি দিনাজপুর রংপুর পঞ্চগড় বাংলাদেশের এমন কোন জেলা নেই। যেই জেলার মধ্যে খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচার করছেন না। বাংলাদেশ কতো ছোট্ট একটি দেশ এই দেশের মধ্যে হাজার হাজার খ্রিষ্টান মিশনারি রয়েছে লক্ষ কোটি টাকা ব্যয় হচ্ছে। একটু ভেবে দেখুন খ্রিস্টান মিশনারি পুরা পৃথিবীতে কতো হতে পারে। হে মুসলমান জাতি শুধু তাই নয় আজকে পুরা বিশ্বের কথা নাই বললাম আজকে বাংলাদেশের কথা নাই বললাম।
আজকে পুরা ঢাকা বিভাগের কথা নাই বললাম আজকে পুরা টাঙ্গাইল জেলার কথা নাই বললাম। হে মুসলমান জাতি আমাদের পাশের থানা গুলোর অবস্থা একটু দেখুন। একটু তাকিয়ে দেখুন ধানবাড়ী থানার দিকে। সেই থানার মধ্যেও খ্রিষ্টান মিশনারির কাজ চলাইতেছে। সেইখানেও অনেকগুলো পরিবার কাদিয়ানী মানে জাহান্নামী খ্রিস্টান হয়ে গিয়েছে। হে মুসলমান যুবকেরা তারা যদি মুসলমান থাকতো। ঈমান নিয়ে যদি কবরে যাইতো। আল্লাহ পাককে স্বীকার করে কবরে যাইতো। আল্লাহপাক তাদেরকে শাস্তি দেওয়ার পরেও জান্নাতে প্রবেশ করাইতেন। কিন্তু যেই মুসলমান নিজের ধর্মকে বিক্রি করতেছেন। নিজের ঈমানকে বিক্রি করতেছেন। খ্রিস্টান বা কাদিয়ানী হয়ে যাচ্ছেন। আল্লাহ পাক দয়া করে মুসলমান বানিয়ে ছিলেন। কিন্তু তিনি ঈমানকে নষ্ট করে দিলেন স্থায়ী জাহান্নামে হয়ে গেলেন।নাউজুবিল্লাহ
মনে অনেক ব্যথা এবং দুঃখ নিয়ে বলতেছি খ্রিষ্টান তারা তাদের লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে শুধু তাদের ধর্ম প্রচারের জন্য। হে মুসলমান আবু বক্কর এর কাছে ছিলো অল্প কিছু টাকা সেই আবু বক্কর জিহাদের জন্য সমস্ত টাকা-পয়সাই আল্লাহর রাস্তায় দান করে দেন। সে আবু বক্কর রসূলকে বলেন হে আল্লাহ রাসুল এবং রাসুল ছাড়া আর কিছু নাই এগুলো ছিলো তাদের ঈমানের পরিচয় এ মুসলমান জাতি আজকে আমরা ভোগ বিলাসিতার মধ্যে পড়ে গেছি খ্রিস্টান তারা এক টাকা রোজগার করলে ৭৫পয়সা রেখে দিচ্ছেন মানুষের ঈমান নষ্ট করার জন্য। আমি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করলে আল্লাহ পাকের বিনিময় আমাকে প্রতিদান দিবেন তাহলে কেন আমি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করি না। আজকে আমার সন্তানকে ডাক্তার বানানোর উদ্দেশ্য যদি এই হতো আমার সন্তান ডাক্তার হবেন মুসলমানের খেদমত করবেন আর সন্তান পুলিশ হবেন মুসলমানের খাদেমত করবেন। আমার সন্তান ডিসি হবেন মুসলমানের খাদেমত করবেন আমার সন্তান টিউনো হবেন তোর মুসলমানের খেদমত করবেন।
আমার সন্তান এমপি হবেন মুসলমানের খেদমত করবেন আমার সন্তান রাষ্ট্র প্রধান হবেন মুসলমানের খেদমত করবার জন্য। আমার সন্তান সেনাবাহিনীর অফিসার হবেন মুসলমানের খেদমত করবেন। তাহলে আল্লাহ পাক এই নিয়ত করার কারণে আমার সন্তানকে এই সমস্ত দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে ন্যায় নীতিবান বানাবেন প্রত্যেকেই প্রত্যেকের জাগায় থেকে ইসলামী তারনা নিয়ে উঠতে হবে। আজকে আমার টাকা পয়সা রোজগার করার উদ্দেশ্য যদি এই হতো। আমার টাকা পয়সা ও খ্রিস্টান মিশনারির মতো মুসলমানের হয়ে কাজ করবেন খ্রিস্টান মিশনারির বিরোধিতা করবেন আজকে আমরা ইসলামী বিষয় নিয়ে টাকা খরচ করতেও ভয় পাই যে হায় যদি আমার কোন বিপদ এসে যায়। হায়রে মুসলিম তাই বলি বিলালের মতো মহাব্বত কে অন্তরে বসাও সবকিছু করার সহজ হয়ে যাবে। ওসমানের মতো মহাব্বত কে অন্তরে বসাও টাকা পয়সা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা সহজ হয়ে যাবে। নিজে না চাইতেও টাকা পয়সা খরচ করবে দ্বীনের স্বার্থে। দেখবে দুনিয়াতে আল্লাহর মহাব্বত পাওয়ার সাথে সাথে জান্নাতের মালিক কে পেয়ে যাবে। তাই বলি আসেন ভাই যাদের কাছে থাকলে মহাব্বত পাওয়া যায় আমরা তাদের সাথে বন্ধুত্ব করি। আজকে আমাদের গোপালপুর ও খ্রিস্টান মিশনারি চলে আসছে গোপনে তারা দাওয়াত দিতেছে। আসেন না ভাই আমরা এক জোট হয়ে কাজ করি। আমরা আলেম-ওলামার সাথে বন্ধুত্ব করি। হক্কানী ওলামায়ে কেরাম কে তাদেরকে বেছে নেই। হক্কানী ওলামায়ে কেরাম এর সাথে বন্ধুত্ব করার জন্য তাদের মজলিসে আমাদের যেতে হবে। আমরা উলামায়ে কেরামের মজলিস কে কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম।