যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আমিরাতের গোপন আলোচনা - বাংলা হাদিস

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আমিরাতের গোপন আলোচনা

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয়ে এ পর্যন্ত চলা যুদ্ধের কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিরীহ ফিলিস্তিনিরা। এ অবস্থায় গাজায় যুদ্ধ পরবর্তী অস্থায়ী শাসনব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে গোপন আলোচনা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধের পর ইসরাইলি সেনা প্রত্যাহার করে নিলে ইউএই এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো সেখানকার পুনর্গঠন, নিরাপত্তা এবং শাসন পরিচালনা সাময়িকভাবে দেখভাল করতে পারে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে।

 

খবরে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার। তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও আছে আবুধাবির। আর তাই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর প্রভাব রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির।
 
তবে আমিরাতের আলোচনা থেকে যেসব পরিকল্পনা বেরিয়ে এসেছে সেগুলোর কোন বিশদ রূপরেখা নেই। আনুষ্ঠানিকভাবে কিংবা লিখিত আকারে সেসব পরিকল্পনা উপস্থাপন করা হয়নি এবং কোন সরকারও তা অনুমোদন করেনি বলে জানা গেছে।
 
 
এই আলোচনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ)- এর উল্লেখযোগ্য পুনর্গঠন, ক্ষমতায়ণসহ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বিশ্বাসযোগ্য একটি রূপরেখা পত্তনের বিষয়টি পরিকল্পনায় না থাকলে সে আলোচনায় ইউএই অংশ নেবে না।’
 
ওই কর্মকর্তা আরও বলেন, এই বিষয়গুলো- বর্তমানে যেগুলোর অভাব রয়েছে- এগুলোই হচ্ছে গাজায় যুদ্ধপরবর্তী যেকোনো পরিকল্পনা সফল হওয়ার জন্য জরুরি।
 
এদিকে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে তিনি বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণের আগে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়া না হলে ২০ জানুয়ারির পর মধ্যেপ্রাচ্যজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে।
 
আরও পড়ুন: সাতসকালে বায়ুদূষণের শীর্ষে হ্যানয়, ঢাকা ‘খুব অস্বাস্থ্যকর’

তিনি বলেন, দীর্ঘ সময়ের এ যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের উচিত ছিল আরও আগেই ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়া।

 
ট্রাম্প আরও বলেন, এটি হামাসের জন্য ভালো হবে না। এমনকি কারও জন্যই এটি ভালো কিছু বয়ে আনবে না। আমি আর কিছুই বলতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *